logo ১৫ মে ২০২৫
৫০০ টাকার জন্য কলেজছাত্র খুন
ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:৪০:০৮
image


ময়মনসিংহ: মাত্র ৫০০ টাকা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে আলী হোসেন (২১) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে খুন করেছে বখাটেরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার সকাল ১০টার দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত আলী হোসেন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

কোতোয়ালী মডেল থানার এস.আই আজিজুল হক জানান, স্থানীয় চর ভবানীপুর এলাকার বখাটে রুবেলের কাছে অনেক দিন যাবত ৫০০ টাকা পেতেন আলী হোসেন। এ নিয়ে দুজনের মাঝে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। মঙ্গলবার রাতে রুবেলসহ ৮-৯ জন তাকে চর দুর্গাপুর এলাকায় জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে। পরে এ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনুদ্দিন (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এমএন)