রাজধানীতে ছিনতাইয়ের কবলে তিনজন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৫ ১১:৫৪:০৫

ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে পৃথক ছিনতাইয়ের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ সময়ে ছিনতাইকারী ধারালো অস্ত্র ও ককটেলের স্প্লিন্টারের আঘাতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন কাফরুল থানার চালক লীগের চার নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রানা, সহ-সভাপতি মো. হাবিব ও সোহাগ হাসান। গতকাল শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় কাফরুল থানার চালক লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রানা, সহ-সভাপতি মো. হাবিব ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। আহতদের বরাত দিয়ে তাদের প্রতিবেশী মো. সাদ্দাম হোসেন জানান, গতকাল শুক্রবার রাত নয়টার সময় তারা ফার্মগেট থেকে পায়ে হেঁটে আসাদগেটের দিকে যাচ্ছিলেন। ওই সময়ে ৩/৪ জন ছিনতাইকারী প্রথমে তাদের গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথায় কুপিয়ে রানা কাছে থাকা নগদ সাত হাজার টাকা, একটি মোবাইল ও হাবিবের কাছে থাকা নগদ দুই হাজার টাকা, একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত পৌনে ১১টার সময় ভর্তি করা হয়। আহত রানার পিতার নাম আবু তালেব ও হাবিবের পিতার নাম মো. ওমর সানি। তারা রাজধানীর কাফরুল এলাকায় থাকেন।
অপরদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীদের ছোড়া ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন সোহাগ হাসান নামের এক যুবক। আহত সোহাগ জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার সময় তাদের বাসার একশ গজ দূরে হাঁটছিলেন। ওই সময় কয়েকজন ছিনতাইকারী এসে তার কাছে থাকা নগদ সাত হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। পরে তারা মামা মো. দুলাল হোসেন তাকে রাত পৌনে দুইটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মাস্টাররুলে গাড়ি চালান। তার বাবার নাম মো. নাসির উদ্দিন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় বেড়িবাঁধ সংলগ্ন হানিফ কোম্পানির বাড়িতে ভাড়া থাতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এএ/জেবি)