ফেসবুকে প্রতারণা, যুবকের এক বছর জেল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ অক্টোবর, ২০১৫ ১৬:১৪:০৫

ঢাকা: ফেসবুকে অভিনব প্রতারণার পসরা সাজিয়ে ফেঁসে গেলেন শাহ আদিব হোসেন নামের এক যুবক। রাজধানীর উত্তরা থেকে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখার প্রধান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, আদিবের কাছ থেকে উদ্ধার করা সব ছবি ইতিমধ্যে নষ্ট করা হয়েছে। প্রাক্তন প্রেমিকাদের আপত্তিকর ছবি অনলাইনে পোস্ট করার হুমকি দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারক হিসেবে অনেকের কাছেই চিহ্নিত। বিভিন্ন সময়ে নিজের নানা অসুবিধার কথা বলে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন।
সূত্র জানায়, সর্বশেষ ‘DESPERATEY SEEKING EXPLICIT’ নামে ফেসবুক গ্রুপে নতুন করে নিজের প্রতারণার ফাঁদ পাততে গিয়ে ব্যর্থ হন আদিব। গ্রুপ মেম্বারদের অভিযোগের ভিত্তিতে ‘Justice for Women, Bangladesh’ নামে একটি অনলাইনভিত্তিক মানবাধিকার সংস্থা তার প্রতারণার শিকার ভুক্তভোগীদের সাহায্যে এগিয়ে আসে এবং তাদের পরিকল্পনা মোতাবেকই আদিবকে গ্রেফতার করা হয়।
আদিবের সাজা পাওয়ার সংবাদে ‘Justice for Women, Bangladesh’ গ্রুপের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই সাজাকে তারা নিজেদের সর্বশেষ সাফল্য বলে অভিহিত করছেন।
(ঢাকাটাইমস/২অক্টোবর/অমৃত)