ছাত্রলীগ-ছাত্রদল মিলে স্কুলছাত্রীকে গণধর্ষণ!
যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ অক্টোবর, ২০১৫ ২২:৪৭:৪০

যশোর: যশোরের চৌগাছায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের নেতৃত্বে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দুপুরে উপজেলা সদরের একটি স্কুলের মাঠ থেকে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ছাত্রলীগ ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করে।
আটক নেতা-কর্মীরা হলেন চৌগাছা পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক পারভেজ সানি, ছাত্রলীগ কর্মী শিমুল ও পৌর ছাত্রদলের সাত নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি উজ্জ্বল। পারভেজ সানির বাবা চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
জানা যায়, দুপুরে ওই স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে চৌগাছা বাজারের একটি স্কুলের মাঠে বসে গল্প করছিল। এ সময় ছাত্রলীগ নেতা পারভেজ সানি ও ছাত্রদল নেতা উজ্জ্বল তাদের জোর করে তুলে পাশের ডাকবাংলোপাড়ার মাদক ব্যবসায়ী আলামিনের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তারা ছেলেটিকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে তাড়িয়ে দেন। পরে পারভেজ সানি, উজ্জ্বল, শিমুল, আলামিনসহ বেশ কয়েকজন কিশোরীকে ধর্ষণ করেন।
একপর্যায়ে কিশোরীটির চিৎকারে এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে চৌগাছা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে পারভেজ সানি, উজ্জ্বল ও শিমুলকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
(ঢাকাটাইমস/৪অক্টোবর/জেবি)