অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ অক্টোবর, ২০১৫ ১২:০২:৪৭
ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ছয়জন।
তাদেরকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা ওই ব্যক্তিদের অজ্ঞান করে তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, খিলগাঁও থানার এএসআই জয়নাল জামান (৪৪), বাদলকে (৪৭) অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বনানী থানার এসআই আবদুল কাদের অজ্ঞাত ব্যক্তিকে (৪০) ভর্তি করেন। লালবাগ থানার এসআই কৃষ্ণ মজুমদার আশরাফকে (৪০) ঢামেকে আনেন। ধানমন্ডি থানা পুলিশ অজ্ঞাত যুবককে (২২) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল অজ্ঞাত ব্যক্তিকে (৩৫) উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
(ঢাকাটাইমস/৭অক্টোবর/জেবি)