ডাব খেয়ে অচেতন, অতঃপর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ অক্টোবর, ২০১৫ ১১:০৩:১০
ঢাকা: রাজধানীর মহাখালীতে ডাবের পানি পান করে অচেতন হয়ে আব্দুস সেলিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর টাকশালের একজন কর্মচারী বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতের আত্মীয় রানা জানান, বৃহস্পতিবার সেলিমের সাথে একটি কাজে তারা দুজন মহাখালী এসেছিলেন। এ সময় সেলিম রাস্তার পাশে ভ্রাম্যমাণ এক বিক্রেতার কাছ থেকে ডাব কিনে পান করেন। এরপর বাসে ওঠার পরই সেলিম অচেতন হয়ে পড়েন। সন্ধ্যার পর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/৯অক্টোবর/জেবি)