logo ১৫ মে ২০২৫
বনানীতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ অক্টোবর, ২০১৫ ০৯:৫৮:৩৩
image

ঢাকা: রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ী ওভারব্রিজের পাশে বেলাল হোসেন নামে এক যুবককে কুপিয়ে তার কাছে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।


রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, আহত বেলাল ক্যান্টনমেন্টে অবস্থিত রজনীগন্ধা সুপার মার্কেটের মেসার্স রুমানা ট্রেডার্সের কর্মচারী। রাতে দোকান থেকে বের হয়ে তারা বনানীর কড়াইল এলাকায় পাওনা টাকা আদায়ে যায় সে। ওই টাকা নিয়ে ঘটনাস্থলে আসলে চার-পাঁচজন সন্ত্রাসী বেলাল হোসেনের কাছে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বেলালের শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।


(ঢাকাটাইমস/১২অক্টোবর/এমআর)