logo ১৫ মে ২০২৫
ঢাবির প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ অক্টোবর, ২০১৫ ১২:০০:০৯
image

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সদস্যরা। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন মো. জাহিদ হাসান ও এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম। তাদের কাছ থেকে পুলিশ প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন সেট, এসএমএস কনটেন্টসহ কল ডিটেইল রেকর্ড প্রিন্ট ও ৩০ হাজার টাকা উদ্ধার করেছে।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন জানিয়েছে, তাঁরা ৩০ অক্টোবর ও ৬ নভেম্বরে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে টাকার বিনিময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে বিক্রি করেন।


(ঢাকাটাইমস/১৬অক্টোবর/জেবি)