logo ১৫ মে ২০২৫
স্কুলের গেটে ছাত্রীকে কুপিয়ে মারলো যুবক
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৫ ১৭:১৩:৫৮
image

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে স্কুলের গেটে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।


আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সূত্রাপুর এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত স্কুলছাত্রীর নাম কবিতা মনি দাস। সে স্থানীয় বিজয় সরণী উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ও ধামরাইয়ের রামরাপুর এলাকার সাগর মনি দাসের কন্যা। আর আটক যুবক বিক্রম চন্দ্র সরকার। তিনি সাভারের গণবিশ্ববিদ্যালয়ের বিবিএর তৃতীয় বর্ষের ছাত্র।


এলাকাবাসী জানায়, দুপুরে কবিতা টেস্ট পরীক্ষা দিতে স্কুলে আসে। এসময় গেটের কাছাকাছি পৌঁছালে বিজয় কবিতাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। দেখতে পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা ওই যুবককে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে বিজয়কে আটক করে। এসময় মারাত্মক আহতাবস্থায় কবিতাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।


কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেম সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেবি)