logo ০৭ আগস্ট ২০২৫
যাত্রাবাড়ীতে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ অক্টোবর, ২০১৫ ১৪:০৫:৫৭
image

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ব্যক্তির নাম আজিজ।


আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর রোডে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার এসআই জাকির হোসেন জানান, ধলপুর রোডের শিকদার ফার্নিচারে কাজ করতেন আজিজ। সকাল সাড়ে দশটার দিকে দোকানের ভেতর প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।


হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।


নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেবি)