বাসায় ঢুকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ অক্টোবর, ২০১৫ ১১:৪৬:১২
ঢাকা: রাজধানীর মগবাজারে বাসায় ঢুকে শামছুল হক (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনেরা। মগবাজারের নয়াটোলা এলাকায় গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শনিবার রাত ১১টার দিকে শামছুল হক নামে এক একজনকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে তার স্বজনেরা অভিযোগ করেছেন।
নিহতের ভাই ফালান মিয়া বলেন, ১৪৮ নয়াটোলা হোল্ডিংয়ে তাদের বাসার পাশে একখণ্ড জমি নিয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তাদের বিরোধ চলছে। গতকাল রাতে শহিদুল নামে একজন এবং তার সহযোগী মোরশেদ, ইদ্রিস আলীসহ ৮/১০ জন ওই বাসা থেকে ‘তাদের উচ্ছেদের জন্য’ হামলা চালায়। এতে তার ভাই মারা যান।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেবি)