logo ১৫ মে ২০২৫
ভাবীর পর দেবরকেও এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা
দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ অক্টোবর, ২০১৫ ১০:৪৩:০২
image

ঢাকা: বড়ভাইয়ের স্ত্রীকে (ভাবী) এসিড মেরে ঝলসে দেয়ার একদিনের মাথায় দেবরকেও এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা। এতে ওই যুবকের বাম হাতের ৫ থেকে ৬ শতাংশ পুড়ে গেছে। তিনি এখন অসহ্য যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছেন।


ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হিলির মাধবপাড়া গ্রামে। ওই যুবকের নাম জাকারিয়া হোসেন (২৪)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে দুর্বৃত্তরা। তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। 


আহত জাকারিয়া হোসেন মাধবপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক।


 হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া জানান, কাজ শেষে বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে যান তিনি। এ সময় অতর্কিতে বেড়ার পাশ থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে ‍তাকে হাসপাতালে নিয়ে আসে।


প্রসঙ্গত, এর আগের দিন রাতে জাকারিয়ার বড় ভাইয়ের স্ত্রীর গায়ে অ্যাসিড ছোড়ে দুর্বৃত্তরা।


(ঢাকাটাইমস/২১অক্টোবর/জেবি)