স্কুলছাত্রী অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি
সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৫ ১১:০৬:৪৫
সাভার: সাভারের তালেবপুর থেকে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শিক্ষার্থীর পিতার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
ওই ছাত্রীর বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মণ্ডপ এলাকায়। সে বাড়ির কাছাকাছি সাভারের তালেবপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
ছাত্রীর পিতা জানান, কোচিং করে বাড়ি ফেরার পথে ইরতা এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে আজ শুক্রবার মানিকগঞ্জের সিংগাইর থানায় তিনি মামলা করেছেন।
তিনি জানান, থানায় অভিযোগ করে আসার পরপরই দুর্বৃত্তরা মুঠোফোনে তাঁর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় শিমুকে প্রাণে হত্যা করা হবে বলেও হুমকি দেয়।
বিষয়টি জানিয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দউজ্জামান জানান, যে মুঠোফোন ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে, তা চিহ্নিত করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/টিএ/জেবি)