ঢাকা: রাজধানীর আদাবরে অজ্ঞাতপরিচয়ের এক যুবককে (৩৫) খুন করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোর ছয়টার দিকে আদাবরের ১৪ নম্বর রোড থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদাবর থানার এসআই কবির জানান, ভোর ৬টার দিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরনে তার চেক লু্ঙ্গি ও শার্ট।
লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
(ঢাকাটাইমস/২ নভেম্বর/এলএ)