ছিনতাই শেষে গাড়িচাপা! যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ অক্টোবর, ২০১৫ ০৯:৫৬:২৮

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীর লাঠির আঘাতে ও প্রাইভেটকারের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছেন। নিহতের নাম অনন্ত বিশ্বাস (২৮)। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী কাকলী বিশ্বাস বলেন, রবিবার ভোর পাঁচটার সময় আমরা গাইবান্ধা থেকে একটি বাসযোগে ঢাকায় ফিরি। কুড়িল বিশ্বরোডে নেমে মিরপুর যাওয়ার জন্য একটি বাসের অপেক্ষা করছিলাম। ওই সময়ে একটি প্রাইভেটকারযোগে তিন থেকে চারজন ছিনতাইকারীরা নেমে প্রথমে আমার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে আমার গলা থেকে একটি সোনার চেইন ও তিন হাজার টাকা নিয়ে আমার স্বামীকে গাড়ি দিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ছয়টার সময় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অনন্ত বিশ্বাস পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুরের ১০ নম্বরের শেওড়াপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার একটি ছেলে সন্তান রয়েছে। তিনি গাইবান্ধার কলেজপাড়া রোডের অনিমেষ বিশ্বাসের ছেলে।
জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কেএম আশরাফ উদ্দিন বলেন, কী হয়েছে তা সঠিকভাবে এখনও বলতে পারছি না। ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠানো হয়েছে। তারা মাওয়া মেট্রোবাসে ঢাকায় এসেছে বলে জানতে পেরেছি।
(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এএ/জেবি)