শিশুকে পাশবিক নির্যাতন, আটক ১
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ অক্টোবর, ২০১৫ ০৮:৪০:৪৮
ঢাকা: ছয় বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে মজিদ (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, সন্ধ্যায় শিশুটির বাবার অভিযোগে মজিদকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় মজিদ শিশুটির সঙ্গে যৌনাচার করে।
তিনি জানান, শারীরিক পরীক্ষার জন্য রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/এলএ)