ঢাবিতে বাসে আগুন, তিনজনকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৫ ২০:৫৪:৫৩

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পাশে স্কাইল্যান্ড পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ সময় তারা বাসের তিন কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, স্কাইল্যান্ড বাসের চালক মোহাম্মদ আলী (৪২), সুপারভাইজার মো. মিলন (২১) ও হেলপার মো. ফারুক (২৫)।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্কাইল্যান্ড বাসের চালক মোহাম্মদ আলী ঢাকাটাইমসকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তারা গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে আসামাত্র ৪০/৫০ জন যুবক তাদের বাসে ওঠেন। এ সময় তারা জোর করে বাসটিকে শহিদুল্লাহ হলের মধ্যে নিয়ে যান। তাদের কথামতো বাসটি শহিদুল্লাহ হলের পাশে নিয়ে গেলে ছাত্ররা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দেন। পরে তারা মোহাম্মদ আলী, ওমর ফারুক ও ফারুককে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।
আহত মোহাম্মদ আলী আরও বলেন, গতকাল সোমবার আজমেরি পরিবহনের ভাড়া নিয়ে কয়েকজন ছাত্রের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাদের ওপর এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগের সমর্থক বলে অভিযোগ মোহাম্মদ আলীর।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনায় নিয়মিত একটি মামলা হচ্ছে। আহতরা কয়েকজনকে শনাক্তও করেছেন।
তিনি বলেন, যারা এটি ঘটিয়েছে তারা সবাই প্রথম বর্ষে পড়ে বলে জানিয়েছেন বাসের কর্মীরা।
(ঢাকাটাইমস/৩নভেম্বর/এএ/জেবি)