logo ১৪ মে ২০২৫
বরের গাড়িবহরে হামলা, নববধূ ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৭ নভেম্বর, ২০১৫ ১৮:৩৭:০০
image

নারায়ণগঞ্জ: বরের গাড়িবহরে হামলা করে নববধূকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বরসহ আহত হয়েছেন পাঁচজন।


গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।


কনের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


জানা যায়, গত ৯ অক্টোবর উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও চৌধুরী বাড়ির আব্দুল লতিফের মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিয়া গ্রামের জহিরুল হকের ছেলে নাদিমের বিয়ের কাবিন হয়। শুক্রবার সন্ধ্যায় ছিল বিয়ের অনুষ্ঠান। কনেকে নিয়ে বর রূপগঞ্জে নিজের বাড়িতে যাওয়ার পথে উপজেলার রসুলপুরে সিএনজিচালিত দুটি অটোরিকশায় করে এসে সন্ত্রাসীরা বরের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা জোর করে নববধূকে নিয়ে যায়।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কনেকে উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


(ঢাকাটাইমস/৭নভেম্বর/জেবি)