logo ১৪ মে ২০২৫
চাঁদা না দেয়ায় দোকান ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ নভেম্বর, ২০১৫ ১৬:৪৭:৫৩
image

চট্টগ্রাম: চট্টগ্রামে চাঁদা না দেয়ায় দোকান ভাঙচুর করেছে কয়েকজন সন্ত্রাসী। সোমবার দুপুরে নগরীর জিইসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, মুখোশ পড়া সন্ত্রাসীরা জিইসি মোড়ের আনোয়ার স্টোর ও ফুড কেয়ার নামে দুটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। মুখোশপড়া লোকদের অতর্কিত হামলার কারণে সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের সব দোকান বন্ধ হয়ে যায়।


পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) রিতেন কুমার সাহা জানান, কিছু যুবক আনোয়ার স্টোর ও ফুড কেয়ার নামের দুটি দোকানে শোকেসের কাঁচ ভাঙচুর করে পালিয়ে যায়। মুখোশ পড়ে ভাঙচুর করায় তাদের চেনা সম্ভব হয়নি।


(ঢাকাটাইমস/৯নভেম্বর/এমআর)