logo ১৪ মে ২০২৫
১০ হাজার ইয়াবাসহ পিকআপ চালক আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ নভেম্বর, ২০১৫ ১৫:০৫:৫৫
image

চট্টগ্রাম: চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ হেদায়েতুল্লাহ নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর কর্ণফুলী সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।


চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদুল ইসলাম জানান, ‘ভোর সাড়ে ৫টার দিকে নগরীর এক কিলোমিটার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় কক্সবাজারের থেকে আসা একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ উদ্ধার করা হয়। পরে পিকআপসহ এর চালক হেদায়েতুল্লাহকে আটক করা হয়।


হেদায়েতুল্লাহ কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বাসিন্দা কাজী শফিকুল্লাহর ছেলে।


(ঢাকাটাইমস/২০নভেম্বর/এমআর)