ঢাকা: রাজধানীর বাড্ডায় একটি সাইকেলকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহতের নাম হাসান (২৬)। এ ঘটনায় নিহতের অপর বন্ধু সুমন আহত হয়েছেন।
গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত সুমনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুমন ঢাকাটাইমসকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তর বাড্ডা এলাকায় হাসানের সঙ্গে একটি বাইসাইকেল নিয়ে সুমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপায়। এতে তারা দুইজনেই আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত আড়াইটার সময় মৃত ঘোষণা করেন। পরে আহত সুমনকে বাড্ডা থানার পুলিশ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত সুমন রাজধানীর উত্তর বাড্ডার বাসিন্দা। সে পেশায় চটপটি বিক্রেতা। তার পিতার নাম জাহাঙ্গীর মিয়া।
বাড্ডা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এএ/জেএস)