logo ১৪ মে ২০২৫
নড়াইলে স্কুলছাত্রীকে গণধর্ষণ
নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
১৮ নভেম্বর, ২০১৫ ১২:২২:০১
image


নড়াইল: জেলার লোহাগড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আলামত সংগ্রহের জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আশ্রয়ণ প্রকল্প এলাকার পঞ্চম শ্রেণির ছাত্রী তার মাকে এগিয়ে আনার উদ্দেশে বাড়ি থেকে নড়াইল-কালনা সড়কের মাইটকুমড়া যাত্রী ছাউনির কাছে আসে। এ সময় কালনা গ্রামের তুহিন ও তার তিন বন্ধু ওই স্কুলছাত্রীকে পাশের বাগানে ধরে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা চারজনের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় মনিরুল গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)