logo ২৩ এপ্রিল ২০২৫
উত্তরায় চার জেএমবি সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৫ ১০:০১:০০
image


ঢাকা: রাজধানীর উত্তরা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) সদস্যরা।

রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের নামপরিচয় জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, পাসপোর্ট ও  বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এএ/এমআর)