নিখোঁজ জাপানি নাগরিকের মৃত্যু, আটক ৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ নভেম্বর, ২০১৫ ১০:১৫:০০
ঢাকা: রাজধানীর উত্তরার একটি কবরস্থানে নিখোঁজ জাপানি নারী নাগরিক হিরোই মিয়াতার (৫৫) মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। খুন করার পর দুর্বৃত্তরা উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে পুঁতে রাখে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জাপানি নাগরিককে খুন করে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে পুঁতে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপূরা জানান, জাপানি ওই নারী দশ বছর ধরে বাংলাদেশে চাকরি করছিলেন। গত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। জাপান দূতাবাস থেকে বিষয়টি আমাদের জানানো হলে আমরা উত্তরা এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি।
এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে বিস্তারিত জানাতে বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমআর)