মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ নভেম্বর, ২০১৫ ১০:৫৫:২০
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মুক্তিপণ না পেয়ে হাফসা আক্তার রূপা নামে পাঁচ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রূপা উপজেলার গির্জা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হযরত আলীর মেয়ে। সে গিরদার নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্রী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির সামনে থেকে রূপা নিখোঁজ হয়।
বিকাল ৪টার দিকে রূপার পরিবারের কাছে মোবাইল ফোনে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
ঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে আজ সকালে বাড়ির পাশের রাস্তার খাদ থেকে রূপার লাশ উদ্ধার করে পুলিশ। টাকা না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে পুলিশ ধারণা করছে।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এমআর)