logo ১৪ মে ২০২৫
বিয়ের প্রলোভনে কর্মজীবী নারীকে ধর্ষণ
আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ ডিসেম্বর, ২০১৫ ১৮:৩৯:৩০
image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): বিয়ের প্রলোভন দিয়ে এক কর্মজীবী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের অভিযুক্ত সোহরাব মিয়া (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী মঙ্গলবার ব্রাক্ষণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।


নারীর অভিযোগ, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোহরাব মিয়া সৌদি প্রবাসী ছিলেন। এ সময় দুবাই প্রবাসে থাকা ওই কর্মজীবী নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়, অতপর প্রেমের সম্পর্ক হয়। পরে দুইজনেই মোবাইলফোনে যোগাযোগ। যুবক সোহরাব তাকে বিয়ে করবে বলে প্রস্তাব দিলে কিছু দিন পূর্বে প্রেমিক এ যুগল দেশে আসেন। পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে রবিবার ব্রাক্ষণবাড়িয়ায় একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করেন সোহরাব।


নারী জানান, এ ঘটনার পর থেকে সোহরাব তাকে বিয়ে করবে না জানিয়ে বিভিন্ন হুমকি দিয়ে আসছেন।


এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার ঢাকাটাইমসকে বলেন, বিদেশ ফেরত এ কর্মজীবী নারীর অভিযোগ আমলে নিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। সোহরাবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


(ঢাকাটাইমস/১ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)