logo ২৩ এপ্রিল ২০২৫
নারকেল পাড়া নিয়ে গৃহবধূকে কুপিয়ে খুন
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ ডিসেম্বর, ২০১৫ ১৫:৩৯:২৭
image

রাজশাহী:  চারঘাট উপজেলায় নারকেল পাড়া নিয়ে ঘটনার জেরে রুপা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


বুধবার সকাল নয়টার দিকে উপজেলার বালাদিয়াড় গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। রুপা বেগম একই গ্রামের  রহিদুল ইসলামের স্ত্রী।


এ ঘটনায় ফজল সরকার, মহিরুল সরকার রানা ও আব্দুল হান্নান সরকার নামে তিনজনকে আটক করা হয়েছে।


পুলিশ জানায়, বালাদিয়াড় গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে পলান সরকার ও বিষু সরকারের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে পলান সরকার বিরোধপূর্ণ জমিতে একটি গাছ থেকে নারকেল পাড়তে গেলে তাকে বাধা দেন বিষু ও তার লোকজন। বাগবিতণ্ডার একপর‌্যায়ে পলানের ছেলেবউ রুপা বেগম এগিয়ে গেলে বিষু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই রুপার মৃত্যু হয়।


চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, রুপা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


(ঢাকাটাইমস/২ডিসেম্বর/মোআ)