logo ২৩ এপ্রিল ২০২৫
রাজধানীতে সবজি ব্যবসায়ী খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ডিসেম্বর, ২০১৫ ১৫:০৮:০২
image

ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় হিটলু নামে এক সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দারুস সালাম থানার উপ পরিদর্শক খাদিজাতুজ শায়লা জানান।


তিনি জানান, রাতে মাজার রোডের পাহাড়িকা টিম্বার নামের একটি কাঠের দোকানের সামনে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে নিহতের স্ত্রী বিউটি গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেয়।


পূর্ব-শত্রুতার জেরে কিংবা ছিনতাইকারীর হামলায় হিটলু খুন হয়েছে বলে পুলিশ ধারণা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এমআর)