logo ১৪ মে ২০২৫
পুলিশে নিয়োগে টাকা নেয়ার অভিযোগে গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৫ ১৮:৩৯:০৪
image

ঢাকা: পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা  নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।  তার নাম মো. জাহাঙ্গীর।


সোমবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জাহাঙ্গীর টাকা নেয়ার কথা স্বীকার করেছেন বলে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মশিউর রহমান।


ওসি বলেন, জাহাঙ্গীর  কুমিল্লা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের আশ্বাস দিয়ে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।  জাহাঙ্গীরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বুগইর গ্রামে। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা  হয়েছে।


(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এএ/মোআ)