logo ১৪ মে ২০২৫
ছিনতাই করে পালানোর সময় পুলিশ কনস্টেবল আটক
সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫৬:১০
image

সিলেট: সিলেটের জিন্দাবাজার এলাকায় ছিনতাইয়ের অভিযোগে শরীফ রানা নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে তাকে আটক করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে সাগর নামে এক ব্যক্তি তার বোনকে নিয়ে জিন্দাবাজার ব্লাড ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে রিকশায় করে বাসায় ফিরছিল। বারুদখানা পয়েন্টে তাদের রিকশা পৌঁছার পর ওই পুলিশ সদস্য তাদের কাছে থাকা ঢাকাগুলো ছিনতাই করে। পরে পুলিশ তাকে আটক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ বিষয়টি নিয়ে লুকোচুরি করছে। এ ব্যাপারে পুলিশেল কেউ কথা বলতে চাইছেন না।


এসএমপির মুখপাত্র অতিরিক্ত পু্লিশ কমিশার রহমতউল্লাহ আটকের সত্যতা অস্বীকার করে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলতে বলেন।


এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



তবে কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র জানায়, শরিফ রানা কনস্টেবল পদে নিয়োগ পাওয়ার পর তার প্রথম কর্মস্থল ছিল সিলেটে। ঘটনার সময় তিনি সাদা পোশাকে জিন্দাবাজার এলাকায় অবস্থান করছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।



এদিকে ছিনতাইয়ের শিকার ভাইবোনের কাছে এ ব্যাপারে জানতে চাইলেও তারা কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে।


(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/ইএস/এমআর)