logo ২৩ এপ্রিল ২০২৫
পাঁচ ভুয়া ম্যাজিস্ট্রেট ও ডিবি আটক
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৫ ২০:১৯:০৯
image

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া এলাকায় ডিবি পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী এক নারীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।


সোমবার দিবাগত রাতে কাপাসিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হলেও মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা ডিবি পুলিশের (এসআই) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।


আটকরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার আবদুল মান্নানের ছেলে আবুল বাশার, চাঁদপুরের হাজীগঞ্জের আবুল বাশারের ছেলে শাহ আলম মিয়া, বাগেরহাটের চরকুলিয়া গ্রামের নান্না মিয়ার ছেলে মনিরুল ইসলাম, গাজীপুরের কাউলতিয়া এলাকার বাবুল সরদারের মেয়ে সারমিন সুলতানা ও মাইক্রোবাস চালক মো. রজব আলীর ছেলে আব্দুল হালিম।


পুলিশ জানিয়েছে, আটকরা সোমবার কাপাসিয়া বাজার ও আশপাশ এলাকায় শীতলক্ষ্যা হাসপাতাল, কেথারসিস হাসপাতাল, মিষ্টির দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠানে নিজেদের কখনও ডিবি পুলিশ, ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করেন।


অন্যথায় মোবাইল কোর্ট চালিয়ে জরিমানা আদায় ও পত্রিকায় নিউজ করে দেওয়ার ভয়ভীতি দেখায়। খবর পেয়ে রাতে তাদের আটক করা হয়।


(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআর)