স্বামীর ছোড়া গরম পানিতে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৫ ১৪:৫২:২৪
ঢাকা: রাজধানীর হাজারীবাগে স্বামীর ছোড়া গরম পানিতে ঝলসে যাওয়া গৃহবধূ সারা আক্তার মারা গেছেন। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেনায়েপুর গ্রামের সোলেমান মিয়ার মেয়ে।
উল্লেখ্য, গত রবিবার রাজধানীর হাজারীবাগে ভাড়া বাড়ির মালিকের সঙ্গে পরকীয়া আছেন এমন সন্দেহে গরম পানি দিয়ে স্ত্রীর মুখমণ্ডল ঝলসে দেয় স্বামী ইউসুফ মোহন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর সারা আক্তার জানিয়েছিলেন, তারা হাজারীবাগের এনায়েতগঞ্জের ৫৪/১ বাসার পঞ্চম তলায় ভাড়া থাকেন। ওই বাসার মালিক আসাদের সঙ্গে তার পরকীয়া চলছে- এই সন্দেহে শনিবার তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চুলা থেকে গরম পানি নিয়ে তার মুখমণ্ডলসহ শরীর ঝলসে দেয়। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমআর)