শিশুকে অপহরণের পর হত্যা
মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৫ ০৯:১০:৫৮
মেহেরপুর: জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের অন্তর নামে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকালে শিশুটিকে অপহরণ করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অন্তর বাওট গ্রামের সৌদি আরব প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে গ্রামের খেলার মাঠ থেকে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সবুজ কৌশলে অন্তরকে অপহরণ করে। এক পর্যায়ে সবুজের বাড়ির পাশের বিদ্যালয়ের কক্ষে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় সে।
রাতে গ্রামবাসী অন্তরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনার পর থেকে সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)