কাভার্ডভ্যানে মিলল ৬৫ হাজার ইয়াবা
ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৫ ১৬:৪০:৫২
ফেনী: ফেনীতে কমলাবাহী একটি কাভার্ডভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা। এসময় কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়।
শুক্রবার সকালে ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
আটকরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাকড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম মিজান এবং তার সহকারী কুমিল্লা উত্তরের বাসিন্দা সোহেল সোহাগ।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ইয়াবার মূল্য প্রায় ২ কোটি টাকা।
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমআর)