ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. দীপু নামে এক ভিওআইপি ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী দীপু জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। নিউমার্কেট বাজারে আসার পর সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার ডান পায়ে একটি গুলি ঢোকে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গুলিবিদ্ধ দীপু রাজধানীর আজিমপুর বিজিবি ৩ নম্বর গেটের ১৪ নম্বর বাসায় থাকেন। তার বাবার নাম মানিক মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এএ/এমআর)