কক্সবাজারে সাড়ে ২১ হাজার ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
১৮ ডিসেম্বর, ২০১৫ ১৯:০৮:১৫
কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককুল থেকে সাড়ে একুশ হাজার পিস ইয়াবাসহ সলিমুল্লাহ (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কামান্ডার এসএম সাইদ হোসেন।
এসময় তার কাছ থেকে ২১৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা দায়ের করে আটক যুবককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)