বস্তায় মিলল সাড়ে চার কোটি টাকার ইয়াবা
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ ডিসেম্বর, ২০১৫ ০৮:৫৩:০১
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনার আলুগোলা প্রজেক্ট এলাকা থেকে সাড়ে চার কোটি টাকা মূল্যের দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি-২ টেকনাফস্থ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, রাতে বিজিবির একটি দল নাফ নদীর আলুগোলা প্রজেক্ট এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটিতে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানান তিনি।
জব্দ করা ইয়াবাগুলো বিজিবি টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এমআর)