logo ২৩ এপ্রিল ২০২৫
কাফরুলে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ ডিসেম্বর, ২০১৫ ১১:৫১:২১
image

ঢাকা: রাজধানীর কাফরুলে সাবরিনা সুলতানা রুনা (৪০) নামে এক নারীকে তার বাসায় শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।  গতকাল রবিবার রাতে কাফরুল থানাধীন দক্ষিণ ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা ছয়তলা ভবনের পাঁচতলায় ঢুকে রুনাকে একটি ওড়না দিয়ে শ্বাসরোধ করে রাখে। এতে তিনি গুরুতন আহত হন। রুনার সঙ্গে সাবলেট থাকা এক নারীর কাছ থেকে খবর পেয়ে নিহতের বোন রোজিনা সেখানে পুলিশকে নিয়ে যান। তাঁরা ফ্ল্যাটের রান্নাঘরে রুনাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।


এরপর রুনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।


(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/জেবি)