রাজমিস্ত্রিকে অপহরণ, পুলিশসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটইমস
২০ ডিসেম্বর, ২০১৫ ১৮:৫৭:৫০

ঢাকা: ঢাকার আশুলিয়া এলাকা থেকে রাজমিস্ত্রি কাজলকে অপহরণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তারিকুল ইসলাম (৩২), মো. তারা মিয়া (৫৪) ও মো. লিটন (৩৬)।
রবিবার দুপুর সোয়া ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে একটি পুলিশ হ্যান্ডকাফ, একটি রেজিস্ট্রেশন বিহীন ১০০ সিসি ডিসকোভার মোটরসাইকেল, একটি কাঁচি ও ছয়টি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত অপহরণকারী চক্রের সদস্য তারিকুল ইসলাম বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত। তিনি তার ব্যক্তিগত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল অসৎ উদ্দেশ্যে বেআইনিভাবে হুটার সংযোজন করেছেন এবং সার্বক্ষণিক তার সাথে নিয়ম বহির্ভূতভাবে হ্যান্ডকাফ রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
র্যাবের একটি সূত্র জানায়, গত শনিবার সকাল সাতটার সময় আশুলিয়া থানার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের কন্ট্রাক্টর জাকির হোসেনর বাড়িতে রাজমিস্ত্রি কাজল কাজ করতে যান। ওই দিন বেলা তিনটার সময় তমাল হোসেন জাকির হোসেনের বাড়িতে এসে কাজলকে অপহরণের উদ্দেশ্যে কথা আছে বলে ডেকে নিয়ে যান। কথামত কাজল তমালের কাছে এলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে ওঁৎ পেতে থাকা তারিকুল ও তারা মিয়া পরস্পরের সহায়তায় কাজলকে মোটরসাইকেলে উঠিয়ে আশুলিয়া থানার আমিন মডেল টাউনের পার্শ্বে অন্ধকার স্থানে নিয়ে যায়। ওই স্থানে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য তারিকুল হাতুড়ি দিয়ে কাজলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কাজল এক লাখ টাকা দেয়ার ব্যাপারে অপারগতা জানালে তাকে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়াস্থ আনোয়ার হোসেনের চৌচালা টিনের ঘরে এনে আটক করে শারীরিক নির্যাতন এবং বন্দি করে রাখে। পরে তমাল কাজলের স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করে এক লাখ টাকা না দিলে তার স্বামীকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই কথা শুনে ভিকটিমের স্ত্রী নবীনগর র্যাব ক্যাম্পে এসে একটি অভিযোগ দেন।
ওই অভিযোগের ভিত্তিতে র্যাব-৪, নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার দুপুর সোয়া ১২টার সময় অপহরণকারীদের গ্রেপ্তার করে ভিকটিম আসাদুল ওরফে কাজল মিস্ত্রিকে উদ্ধার করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটইমস/২০ডিসেম্বর/এএ/জেবি)