তেজগাঁওয়ে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৫ ০৯:৫৭:৫২
ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের আরজতপাড়া এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষিতা ওই শিশুকে চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (২২) নামে দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক আবদুল আল মামুন শাহ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশুটিকে একা পেয়ে আরজতপাড়ার জামান টি স্টোরের মধ্যে নিয়ে ওই চায়ের দোকানি আলমগীর হোসেন তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি শিশুটির পরিবার জানতে পেরে পুলিশকে সংবাদ দেয়। এরপর পুলিশ অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার করে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ওই শিশুটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
শিশুটির তার পরিবারের সঙ্গে রাজধানীর মহাখালীর আরজতপাড়ার ১০৯ নম্বর বাড়িতে থাকে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এএ/জেবি)