পাঁচশ টাকার জন্য যুবককে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ডিসেম্বর, ২০১৫ ২১:২০:৪৭

ঢাকা: রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় পাঁচশ টাকার জন্য ইট দিয়ে মাথায় আঘাত করে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. আশিক আলম (২৩)। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আশিক কৃষি মন্ত্রণালয়ের এমএলএসএস পদে কর্মরত ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাসুমকে আটক করেছে পুলিশ।
নিহতের বড়ভাই মুসা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুর দুইটার সময় মধ্য মান্ডা এলাকায় আশিকের কাছে পূর্বের পাওনা পাঁচশ টাকা চায় মাসুম। ওই টাকা দিতে না পারায় মাসুম একটি ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে আশিক গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুগদা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশিক পরিবারের সঙ্গে উত্তর মান্ডার তিন নম্বর ওয়ার্ডে আবদুল মান্নানের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রোজি নামের দুই বছরের একটি মেয়ে সন্তানের জনক। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মোহাম্মদ শাহজাহানের ছেলে আশিক।
ঘটনার সত্যতা স্বীকার করে মুগদা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহ আলম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় অভিযুক্তক মাসুমকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এএ/জেবি)