ব্রিফকেসে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৫ ১০:৫৬:৫৩
ঢাকা: রাজধানীর সবুজবাগে একটি বাসায় ব্রিফকেস থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বলে ধারণা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সবুজবাগের ওহাব কলোনির ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এএ/জেবি)