logo ২১ এপ্রিল ২০২৫
অনভিজ্ঞদের চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
ডেস্ক নিউজ, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৬ ০০:১২:২২
image




ঢাকা:  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২০১৬ ব্যাচে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগ দেবে। এক বছরের প্রবেশন কাল শেষে প্রার্থীদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে।



আবেদনের যোগ্যতা: অর্থনীতি, অ্যাকাউন্টিং, গণিত, পরিসংখ্যান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, হিউম্যান রিসোর্স, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক, আইন বা এ-সংক্রান্ত কোনো বিষয়ে এমবিএ, এমবিএম, এমএসএস বা মাস্টার্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের বয়স ২৪ জানুয়ারি-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।



বেতন ও কর্মস্থল:  এক বছর প্রশিক্ষণকালে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৬০ হাজার টাকা। পরবর্তীতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি স্থায়ীকরণের পর নির্ধারিত বেতন ৮৫ হাজার টাকা। নিয়োগপ্রাপ্তদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যেকোনো কার্যালয়ে নিয়োগ দেওয়া হতে পারে।



আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটের (www.mutualtrustbank.com) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি-২০১৬।



বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৪ জানুয়ারি, ২০১৬ তারিখে (পৃষ্ঠা-১৩) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।



(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এএম)