জনবল নেবে আরএফএল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৬ ১২:৩২:৪৯
ঢাকা: বিভিন্ন পদে ট্রেইনি অফিসার হিসেবে অনভিজ্ঞদের নিয়োগ দেবে আরএফএল গ্রুপ।
ম্যানেজমেন্ট ট্রেইনি
এই পদে এমবিএ, এম.কম অথবা এমবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ইংরেজিতে দক্ষ ও কম্পিউটারজ্ঞান থাকতে হবে। বিডিজবস ডটকমের মাধ্যমে আগামী ৯ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত এ পদে আবেদন করা যাবে।
ট্রেইনি ইঞ্জিনিয়ার
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা পলিমার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। উত্তীর্ণদের গাজীপুর, হবিগঞ্জ ও নরসিংদী জেলায় নিয়োগ দেয়া হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ট্রেইনি জোনাল ম্যানেজার
এই পদে এমবিএ, এমবিএস, এমকম, এমএমএস (ইকোনমিকস) অথবা এমএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার জ্ঞান ও মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এমআর)