দরপতনের ধারায় পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৬ ১৭:১১:২৬

ঢাকা: পুঁজিবাজারে এ সপ্তাহে টানা দরপতন অব্যাহত আছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে সূচকের, কমেছে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিশ্র প্রবণতায় লেনদেন হলেও কমেছে লেনদেনের পরিমাণ।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৬১ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৬৯ কোটি ৬১ লাখ টাকা বা ১৩ দশমিক ৫১ শতাংশ কম। আগের দিন এ বাজারে ৫১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে চার হাজার ৬১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৬ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমারেল্ড অয়েল, সাইফ পাওয়ারটেক, আইটিসি, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস এবং বিডি থাই।
এদিকে সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৯ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির, দর কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/জেবি)