logo ২২ এপ্রিল ২০২৫
দর বাড়ার কারণ নেই অলটেক্সের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জানুয়ারি, ২০১৬ ১২:২১:২৬
image

ঢাকা: অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।


ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।


বিশ্লেষণে দেখা যায়, গত ১২ কার্যদিবসের মধ্যে মাত্র ১ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ১৬ টাকা ৮ পয়সা থেকে বেড়ে ২৯ টাকা ৯ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ১ পয়সা বা ৭৭ দশমিক ৯৮ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।


(ঢাকাটাইমস/২০জানুয়ারি/জেবি)