সূচকে মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৮:৩৬

ঢাকা: দেশের দুই বাজারে আজ সোমবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪০ কোটি টাকার শেয়ার।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। যা গতকালের তুলনায় ১০৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫১২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৩ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- এমারেল্ড অয়েল, জিপিএইচ ইস্পাত, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সাইফ পাওয়ারটেক, গোল্ডেন সন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই, আইটিসি, সিটি ব্যাংক এবং তাল্লু স্পিনিং।
একইসঙ্গে এদিন সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/জেবি)