ডিএসইতে বেড়েছে লেনদেন ও সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জানুয়ারি, ২০১৬ ১৭:০১:৪১

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার শেয়ারের লেনদেন ও সব ধরনের মূল্যসূচক আগের দিনের চেয়ে বেড়েছে।
ডিএসইতে আজ ৩২৩টি কোম্পানির ২৩ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৬৭১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৭৪৩ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১৭০ কোটি ৫৯ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০.৬২ পয়েন্ট বেড়ে ৪৬৮৬.০৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.১৩ পয়েন্ট বেড়ে ১৭৬০.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.০৭ বেড়ে ১১২২.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯০ টির, কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, বেক্সিমকো লি. এমারেল্ড অয়েল, আইটিসি, পাওয়ার গ্রিড ও ইউনাইটেড এয়ার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: আইটিসি, ইউনাইটেড এয়ার, মিরাক্যাল ইন্ডা., ইন্টা. লিজিং, রিপাবলিক ইন্সু., অগ্রনী ইন্সু., বিডি কম, ম্যাকসন স্পিনিং, ঢাকা ডাইং ও ফারইস্ট ফাইন্যান্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সাভার রিফ্রেক্টরিজ, কাশেম ড্রাইসেল, এপেক্স স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, মুন্নু সিরামিকস, রেনউইক যজ্ঞেশ্বর, কেডিএস এক্সোসরিজ লি., এমআই সিমেন্ট, প্রগ্রেসিভ লাইফ ও ইবনে সিনা।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেবি)