logo ২২ এপ্রিল ২০২৫
ইস্টার্ন লুব্রিকেন্টসের এজিএম শনিবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জানুয়ারি, ২০১৬ ১১:৫০:০৯
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি শনিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


ডিএসই সূত্রে আরও জানা গেছে, এই কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায়। ওইদিন চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এই এজিএম অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্টস শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা  এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ৭৩ টাকা ৪১ পয়সা ।


‘এ’ ক্যাটাগরির এই্ কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেএস)