logo ২২ এপ্রিল ২০২৫
লভ্যাংশ পাঠিয়েছে ইফাদ অটোস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জানুয়ারি, ২০১৬ ১২:০৬:০৮
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) একাউন্টে পাঠিয়েছে। এছাড়া কোম্পানিটি নগদ লভ্যাংশও বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসই সূত্রে আরও জানা গেছে, কোম্পানিটির ভগ্ন বোনাস লভ্যাংশও বিএফটিএনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।


প্রসঙ্গত, ইফাদ অটোস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ।


কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।


কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫১ পয়সা।


(ঢাকাটাইমস/৭জানুয়ারি/জেএস)